ঢাকা সফররত কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রেসনিক আহমেতি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানি‌য়ে‌ছেন।

সোমবার (১০ অ‌ক্টোবর) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানা‌নোর মধ‌্য দি‌য়ে চার‌দি‌নের সফ‌রের আনুষ্ঠা‌নিকতা শুরু ক‌রেন আহমেতি।

ঢাকায় ক‌সো‌ভো দূতাবাসের তথ‌্য বল‌ছে, কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জা‌নি‌য়ে সেখা‌নে রাখা প‌রিদর্শন বই‌য়ে স্বাক্ষর ক‌রেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চার দি‌নের সফ‌রে রোববার ঢাকায় আসেন আহমেতি।

কূট‌নৈ‌তিক সূত্র বল‌ছে, উপ-পররাষ্ট্রমন্ত্রীর সফ‌রে ঢাকা ও প্রিস্টিনার মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। 

আহমেতির সফ‌রে দুদেশের কর্মকর্তারা ফরেন সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ বিনিময় ছাড়াও অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন, দ্বৈতকর পরিহার ও জনশক্তি রপ্তানির বিষয়ে চুক্তি নিয়ে আলোচনা করবেন।

জানা গেছে, কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী এ সফ‌রে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম ও সংস্কৃতি প্রতিমন্ত্রী এম খা‌লি‌দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এনআই/এনএফ