মানবাধিকার লঙ্ঘনের ইচ্ছে সরকারের নেই
দেশের কোনো নাগরিকের মানবাধিকার লঙ্ঘনের ইচ্ছে বাংলাদেশ সরকারের নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বিরোধী রাজনৈতিক সমর্থকদের সংগঠিত ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক বিবৃতির পরিপ্রেক্ষিতে সোমবার (১০ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।
বিজ্ঞাপন
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কোথাও যদি মানবাধিকার লঙ্ঘন হয়, কারও মানবাধিকার লঙ্ঘন হয় সেটা আমরা চাই না। সরকার কারও মানবাধিকার লঙ্ঘন হোক সেটা চায় না। তবে কেউ যদি মানবাধিকার লঙ্ঘনের নামে জনগণের সম্পদ নষ্ট করে, জ্বালাও-পোড়াও করে, লোক মারে বা লোক হত্যা করে তাহলে সরকার নিশ্চয়ই দায়িত্বের জায়গা থেকে মানুষের রক্ষায় কাজ করবে।
সোমবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক এইচআরডব্লিউ’র ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিরোধী রাজনৈতিক সমর্থকদের সংগঠিত ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের গণগ্রেপ্তার এবং তাদের বাড়িতে পুলিশের অভিযানের কারণে আসন্ন সংসদ নির্বাচনের আগে সহিংসতা ও ভীতি প্রদর্শনের গুরুতর উদ্বেগ বাড়াচ্ছে। বিরোধীদের জনসমাবেশ ও অংশগ্রহণকারীদের ওপর হামলাকারী ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্য ও সমর্থকদের বিচার করতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ।
এনআই/এসকেডি