‘প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তোর চ্যাঁচানি ! শুনে শুনে আন্‌মন নাচে মোর প্রাণমন !’ তবে এ ছবির প্যাঁচা কিন্তু চেঁচাচ্ছে না। সাম্প্রতিক অতীতে অনেক মন-বিভ্রান্তকর অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে যা নেটিজেনদের মাথা ঘামাতে বাধ্য করেছে।

তা সে ছবির ধাঁধা হোক বা পেইন্টিংয়ের ভেতরে লুকানো অন্য কিছু হোক, অপটিক্যাল বিভ্রমগুলো সমাধান করা সবসময়ই মজাদার। স্কুলপড়ুয়াদের এই একটি বিশাল ভিড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা লোকেদের চ্যালেঞ্জ করে তিনটি প্যাঁচাকে খুঁজে বের করতে।

এই ধাঁধাটি বেশ কঠিন, কারণ বলা হচ্ছে যে লুকানো প্যাঁচা তিনটি নির্দিষ্ট সময়ের মধ্যে শুধুমাত্র এক শতাংশ লোকই দেখতে পারে। ধাঁধার ছবিটি একটি বিশাল ভিড় বা স্কুলের বাচ্চাদের ছবি। স্কুলের বাচ্চাদের এই ছবিতে কোথাও তিনটি প্যাঁচা লুকিয়ে আছে। তা বলে এক পলকে তাদের পাওয়া যাবে না।

৩০ সেকেন্ডের মধ্যে এই বুদ্ধির ধাঁধা সমাধান করার চ্যালেঞ্জ গ্রহণ করলে বুদ্ধি বিকশিত হবেই। পাঠকরা অনেকেই অবাক হচ্ছেন, কারণ তাদের বেশিরভাগই ছবির দিকে যতই তাকান না কেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে লুকানো সব প্যাঁচা খুঁজে পাননি কেউই।

চিন্তা করার দরকার নেই। একটি সমাধানের ক্লু দেওয়া যেতেই পারে, যা সহজেই প্যাঁচা শনাক্ত করতে সাহায্য করবে।

ছবিতে তিনটি প্যাঁচাকে দেখতে হলে, ওপর থেকে নিচে গ্রিডের ভঙ্গিতে খুঁজতে হবে। জিগজ্যাগ ভঙ্গিতেও খোঁজা যেতে পারেন। কিন্তু কখনওই উল্টাপাল্টাভাবে খোঁজা চলবে না। পুলিশ কিন্তু গ্রিডের ভঙ্গিতে এইভাবেই অপরাধীদের খোঁজে।

এখনও খুঁজে না পেলে হতাশ হওয়ার কিছু নেই। সমাধান বলে দেওয়া যেতেই পারে। তিনটি প্যাঁচার প্রথমটি রয়েছে ওপরের বাম কোণে, দ্বিতীয়টি মাঝখানে এবং তৃতীয়টি নিচের ডানদিকে। এবার নিশ্চয়ই লুকানো প্যাঁচা তিনটি খুঁজে পাওয়া গেছে?