একদিনের জন্য নরওয়ের প্রতীকী রাষ্ট্রদূত হলেন বৈশাখী
একদিনের জন্য বাংলাদেশে নিযুক্ত নরওয়ের প্রতীকী রাষ্ট্রদূতের পদ গ্রহণ করেছেন ধলপুরে শিশু ও নারী অধিকার নিয়ে কাজ করা কমিউনিটি স্বেচ্ছাসেবক বৈশাখী আক্তার। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার (১১ অক্টোবর) তিনি এই পদ গ্রহণ করেন।
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২২ উপলক্ষে ‘প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ আয়োজিত এই সংস্থাটির ‘গার্লস টেকওভার’ নামক এক বিশেষ বৈশ্বিক কর্মসূচির অংশ। প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বজুড়ে ‘মেয়ে আমি সমানে সমান’ ক্যাম্পেইনের আওতায় এই আয়োজন করা হয়। এ আয়োজনের উদ্দেশ্য হলো কিশোরী ও যুব নারীদের সক্ষমতা তৈরি ও নেতৃত্ব বিকাশে বিশ্বব্যাপী আওয়াজ তোলা।
সংস্থাটি সারা দেশে পুরো অক্টোবর মাসজুড়েই প্রায় ৪০টির বেশি টেকওভারের আয়োজন করেছে, যেখানে বৈশাখীর মতো দেশের নানা প্রান্তের মেয়েরা রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, সরকারি নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদ একদিনের জন্য প্রতীকীভাবে গ্রহণ করে।
বিজ্ঞাপন
নরওয়ে রাষ্ট্রদূত পদে প্রতীকী দায়িত্ব পালন করে বৈশাখী আক্তার বলেন, সমান সুযোগ পেলে মেয়েরাও পারে না এমন কোনো দায়িত্ব নেই। সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিটি ঘরে ঘরে আমাদের জেন্ডার সমতার বার্তা পৌঁছে দিতে হবে যাতে তারা মেয়েদের অধিকার ও বৈষম্য সম্পর্কে সচেতন হতে পারে।
এ আয়োজনের বিষয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন বলেন, সিভিল সোসাইটির অ্যাডভোকেসি ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জেন্ডার সমতা বিষয়ক নরওয়ের কাজের ফলাফল অর্জন করা সম্ভব হতো না। আর এ কারণেই বিশ্বব্যাপী প্ল্যান ইন্টারন্যাশনাল এর সঙ্গে নরওয়ের দূতাবাসগুলো এক হয়ে কাজ করে চলেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, মেয়েদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে আমাদের মেয়েদের নেতৃত্ব, সংগঠন ও চিন্তা চেতনা বিকাশে গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আমাদের মনে করিয়ে দেয় মেয়েদের এগিয়ে নেওয়ার এবং তাদের ক্ষমতায়নে বিশ্বাসী এক সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতিকে।
এএজে/এমএ