ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেছেন, ডিএনসিসি এলাকায় দরিদ্র বসতিতে বসবাসরত মানুষের কল্যাণে কমিউনিটি নেতৃত্বে পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নগর দারিদ্র্য হ্রাসে নারী নেতৃত্বের গুরুত্ব অপরিসীম।

সোমবার (১৭ অক্টোবর) গুলশানে ডিএনসিসির সম্মেলন কক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কমিউনিটি সংগঠন টাউন ফেডারেশন ও ক্লাস্টারের নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেলিম রেজা বলেন, কমিউনিটি নেতৃত্বে পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেখানে মূলত প্রকল্পের আওতায় কমিউনিটি সংগঠন গড়ে তোলা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সব কর্মকাণ্ড পরিচালিত হয়। দরিদ্র বসতিতে কর্মসংস্থান, স্বাস্থ্য, নারী নির্যাতন বাল্যবিবাহ প্রতিরোধ বসবাসের উন্নত পরিবেশ তৈরির জন্য কমিউনিটি সংগঠনে নেতৃত্ব প্রদানকারী নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আয়োজকরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটি বাংলাদেশ সরকার এফসিডিও এবং জাতিসংঘের উন্নয়ন তহবিলের সহায়তায় বাংলাদেশের ১৯টি সিটি কর্পোরেশন ও পৌরসভায় দরিদ্র বসতিতে বিভিন্ন রকম উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

কমিউনিটি সংগঠন ক্রমান্বয়ে শক্তিশালী এবং সংগঠনে গণতন্ত্র চর্চার অনুশীলন অব্যাহত রাখার লক্ষ্যে গত এপ্রিল মাসে প্রাথমিক দল, মে মাসে সিডিসি, জুন মাস সিডিসি ক্লাস্টার এবং আগস্ট মাসে মিরপুরের পল্লবী কমিউনিটি সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে।

ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মামুন-উল-হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প টাউন ম্যানেজার মারুফ হোসেন, সোসিও ইকোনমিক এবং নিউট্রিশন এক্সপার্ট জোহরা খানম, গভর্নেন্স অ্যান্ড মোবিলাইজেশন এক্সপার্ট পবিত্র মান্দা প্রমুখ।

এএসএস/এসএসএইচ