বাংলাদেশ শিশু একাডেমির নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন শিশু সাহিত্যিক ও ছাড়াকার আনজীর লিটন।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠ‌নের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে এতে জানানো হয়।

উল্লেখ্য, ‌শিশু একা‌ডে‌মির মহাপ‌রিচালক, অ‌তি‌রিক্ত স‌চিব মো. শ‌রিফুল ইসলাম‌কে সোমবার (১৭ অক্টোবর) সমাজকল্যাণ মন্ত্রণাল‌য়ের অ‌তি‌রিক্ত স‌চিব প‌দে বদ‌লি ক‌রা হ‌য়ে‌ছে।

এসএইচআর/জেডএস