চা বোর্ডে শেখ রাসেল দিবস উদযাপিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন করেছে বাংলাদেশ চা বোর্ড। মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে চা বোর্ডের প্রধান কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কেটে জন্মদিন উদযাপন, ডকুমেন্টারি প্রদর্শনী, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ কর হয়। পরে বাদ যোহর বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদ সদস্যের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি বলেন, ‘ছয় দফা প্রণয়ন, ঊনসত্তরের গণআন্দোলন, মুক্তিযুদ্ধ এবং মহান স্বাধীনতা অর্জনের পর দেশগঠনের প্রচেষ্টা- এতসব কর্মমুখর সময়ের মধ্যে শেখ রাসেলের জন্ম ও বেড়ে ওঠা। বাঙালি জাতির জন্মলগ্নের গুরুত্বপূর্ণ সময়জুড়ে ডানা মেলেছে তার শৈশব। বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে শিশু-কিশোরদের মাঝে শেখ রাসেলের স্মৃতি অম্লান থাকবে। একই সঙ্গে আগামী দিনে বাংলাদেশকে পরিচালনাসহ নেতৃত্ব দানের ক্ষেত্রে শেখ রাসেলের দীপ্ত প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে তারা উন্নত বাংলাদেশ গড়ার শক্তিতে বলীয়ান হবে এটাই আজকের এ দিনে আমাদের সবার প্রত্যাশা।’
বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মাদ রুহুল আমীনের সঞ্চালনায় আলোচনা সভায় বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, উপ-পরিচালক (পরিকল্পনা), উপপরিচালক (বাণিজ্য), গবেষণা কর্মকর্তা বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় বোর্ডের সব শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ্রগহণ করেন।
বিজ্ঞাপন
এমএ