প্রত্নতত্ত্ব অধিদফতর ও বস্ত্র অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৩ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক হয়েছেন তথ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম। আর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদফতরের মহাপরিচালক হয়েছেন।

আরেক আদেশে জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ জসিম উদ্দিনকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবুল কালাম আজাদকে বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক এবং কারিগরি ও মাদরাসা বিভাগের যুগ্মসচিব মোহা. আবদুস সালামকে কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক করা হয়েছে।

এসএইচআর/ওএফ