ইরাকের বাগদাদে বড়পীর হযরত শেখ আব্দুল কাদের জিলানী (র.)-এর পবিত্র মাজার শরিফে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দৃষ্টিনন্দন গিলাফ উপহার দেওয়া হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) বড়পীরের মাজার শরীফে গিলাফটি স্থাপন করেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী।

বাগদাদের বাংলাদেশ দূতাবাস জানায়, কারুকার্য খচিত এ গিলাফটি মাজার কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মাজার কর্তৃপক্ষের প্রধান মুতওয়াল্লি ও বড়পীরের বংশধর সৈয়দ খালেদ আব্দুল কাদের আল গিলানীসহ অন্যান্য কর্মকর্তারা। মাজার কর্তৃপক্ষ সুদৃশ্য গিলাফটি উপহার হিসেবে প্রদান করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন : মুহাম্মদ (সা.) এর পোশাক দেখতে ইস্তাম্বুলে হাজারো মানুষের ঢল

বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের পক্ষ থেকে বড়পীরের প্রতি শ্রদ্ধা ও ভক্তির নিদর্শন হিসেবে দেওয়া এ উপহার স্থাপন অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হযরত শেখ আব্দুল কাদের জিলানী একজন মুসলিম ধর্মপ্রচারক, তপস্বী, মরমী, আইনজ্ঞ এবং ধর্মতত্ত্ববিদ। তিনি ইসলাম ধর্মে অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। বাংলাদেশসহ মুসলিম বিশ্বে তার অসংখ্য ভক্ত রয়েছে। তিনি ইসলামের ইতিহাসে অন্যতম বিখ্যাত সুফি প্রচারক হিসেবে পরিচিত।

এনআই/এসকেডি