বিডা’র নতুন ডিজি শাহ মোহাম্মদ মাহবুব
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক (ডিজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক (যুগ্মসচিব) শাহ মোহাম্মদ মাহবুব।
বুধবার (০৩ মার্চ) তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. সানোয়ার হোসেনকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব শাহিন মাহবুবাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্দুর রাজ্জাক সরকারকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এসএইচআর/জেডএস
বিজ্ঞাপন