দিনভর পুলপার্টি, গাঁজা সেবন-ইভটিজিংয়ের জেরে খুন হন রাব্বি
টিকটকারদের পুল পার্টি শেষে গাঁজা সেবন ও ইভটিজিংকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে খুন হন মো. রাব্বি ওরফে রাফা নামে এক তরুণ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, মঙ্গলবার হাজারীবাগের টিকটকারদের একটি পুল পার্টি ছিল ধামরাইয়ের একটি রিসোর্টে। সেখান থেকে ফেরার পথে প্রথমে বাসের ভেতর গাঁজা সেবনকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জুনিয়ররা এক সিনিয়রের বান্ধবীকে ইভটিজিং করে। এরপর ওই বান্ধবী রাজধানীর আসাদগেটে নেমে গেলে সিনিয়র ও জুনিয়র গ্রুপ বিষয়টি নিয়ে সংঘর্ষে জড়ায়।
বিজ্ঞাপন
সিনিয়র গ্রুপের রাব্বি সুইচ গিয়ার চাকু নিয়ে জুনিয়রদের দিকে তেড়ে যায়। এ সময় জুনিয়াররা চাকুটি কেড়ে নিয়ে রাব্বি ও আরেকজনকে সেটি দিয়ে জখম করে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে রাব্বি মারা যান।
এই ঘটনায় বুধবার রাতে রাজধানীর হাজারীবাগ, মোহাম্মদপুর, লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ফারুক, জিতু ও জসিমকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মোস্তফা, জোবায়ের ওরফে যুবরাজ ওরফে জয়, মো. রাব্বি ও মো. রোমানকে গ্রেপ্তার করা হয়। রাব্বি হত্যার মূল অভিযুক্ত ফারুকের কাছ থেকে হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ার চাকুটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।
তিনি জানান, হাজারীবাগ এলাকার টিকটকার শান্ত স্থানীয় তরুণ-তরুণীদের নিয়ে গত মঙ্গলবার ধামরাইয়ের একটি রিসোর্টে পুল পার্টির আয়োজন করেন। এতে শতাধিক টিকটকার অংশ নেন। পুল পার্টি শেষে বাসযোগে ফেরার পথে গাঁজা সেবনকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিনিয়র একজনের বান্ধবীকে ইভটিজিং করে জুনিয়ররা। এর জের ধরে দুই পক্ষই সুযোগের অপেক্ষায় থাকে। পরে আসাদগেটে আসার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাব্বি। একই ঘটনায় শাওন নামে আহত আরেকজন চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর নয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, জড়িতরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। মূলত সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, পুল পার্টি থেকে ফেরার পথে বাসে গাঁজা ও সিগারেটের গন্ধ সহ্য করতে না পেরে বয়ফ্রেন্ডের কাছে গার্লফ্রেন্ডের অভিযোগ ও ইভটিজিংকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
হাফিজ আক্তার জানান, অভিযুক্তদের মধ্যে প্রধান অভিযুক্ত ফারুকের নামে হাজারীবাগ থানায় তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে। অন্য অভিযুক্তরাও বয়সে তরুণ, তাদের অনেকে ছাত্র এবং অনেকে কারখানায় কর্মচারী।
এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, টিকটকের নামে পার্টি, মাদকসেবন ও নারীদের ইভটিজিংয়ের ঘটনা নিয়মিত ঘটছে। নিম্ন শ্রেণির অনেক কিশোর-যুবকরা এসব করছে। যেহেতু টিকটক বিশ্বে জনপ্রিয়, সেহেতু এর মাধ্যমে সামাজিক সচেতনতামূলক কাজও করা যায়। আমরা আগেও বলেছি টিকটকের মাধ্যমে পুল পার্টি, নারী পাচারের ঘটনাও ঘটছে।
সামাজিকভাবেই সবাইকে টিকটকের নামে পার্টি, অপকর্ম বন্ধ করা করতে হবে। পুলিশ যদি এখন রিসোর্টে যায়, খোঁজ-খবর নেয় তাহলে বিষয়টি ভিন্ন হয়ে যাবে। কারণ মানুষ তো সেখানে বিনোদনের জন্যই যায়। তবে ইদানীং টিকটকাররা আমাদের দেশীয় অনুভূতি ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে— বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার।
জেইউ/কেএ/আরএইচ