দ. কোরিয়ায় জাতীয় সংবিধান দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংবিধান দিবস পালন করেছে দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৪ নভেম্বর) সিউলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। এরপর জাতীয় সংবিধান দিবসের তাৎপর্যের ওপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন ও দূতাবাসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এতে আলোচকগণ জাতীয় সংবিধান দিবসের গুরুত্ব ও তাৎপর্যের ওপর আলোকপাত করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
এনআই/এমএ
বিজ্ঞাপন