ভালো ছবির অভাবে দর্শকশূন্য চিত্রামহল
চিত্রামহল সিনেমা হল
পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ের পাশে অবস্থান ‘চিত্রামহল’ সিনেমা হলের। গুলিস্তান থেকে সদরঘাট যেতে ইংলিশ রোডে গেলেই চোখে পড়বে চিত্রামহল হলটি। চিত্রামহলের দেয়ালগুলোতে রয়েছে স্মৃতির ছোঁয়া, যা দর্শক হৃদয়ে আলাদা স্থান করে নেবে।
ধারণা করা হয়, ব্রিটিশ শাসনামল থেকে তাঁতীবাজারের ব্যবসায়ী নাগর পোদ্দারের হাত ধরে যাত্রা শুরু করে হলটি। পরে এর মালিক হিসেবে দায়িত্ব নেন চলচ্চিত্র পরিচালক কাজী জহির।
বিজ্ঞাপন
জানা যায়, ছাত্র থাকা অবস্থায় কাজী জহিরের সিনেমার প্রতি প্রবল আগ্রহ ছিল। সে জন্য অধ্যাপনা ছেড়ে, সিনেমা নিয়ে কাজ শুরু করেন। তিনি দাম্পত্য জীবন কাটান চলচ্চিত্র অভিনেত্রী চিত্রা সিনহা সঙ্গে। ‘অবুঝ মন’, ‘নয়ন তারা’, ‘ময়নামতি’সহ অনেক সিনেমা পরিচালনা করেছেন কাজী জহির। আর প্রযোজনায় ছিলেন চিত্রা সিনহা। পরে স্ত্রীর নামের সঙ্গে মিল রেখে কাজী জহির হলটির নামকরণ করেন চিত্রামহল। পরে তার প্রোডাকশন হাউজের নামও রাখেন চিত্রা ফিল্মস। বাংলা চলচ্চিত্রের অনেক কালজয়ী ছবির সঙ্গে এ প্রতিষ্ঠান যুক্ত ছিল। চিত্রামহল প্রথমে নগর মহল নামে যাত্রা শুরু করে। ঢাকার প্রথম সারির সিনেমা হলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই চিত্রামহল। হলটির বর্তমান মালিক কাজী জহিরের ছেলে কাজী আজহার।
বিজ্ঞাপন
চিত্রামহলের মহাব্যবস্থাপক ইকবাল ইউসুফকে বলেন, ‘একজন টিকিট কাটলেও শো চলে। আমরা শো বন্ধ করি না। বাংলাদেশেই দর্শক নেই, ছবির মান ভালো না তাই দর্শক নেই। ছবি নাই বলে মধুমিতা, বলাকা হলতো খুলেই নাই। পুরান ছবি চালাতে হয়, নতুন ছবি নেই। ছবি নাই আমরা কী করব। সরকার হিন্দি ছবি চালানোর ব্যবস্থা করছে। হলে সবাই হিন্দি ছবি চালালে, আমরাও চালাবো।’
এমটি/এসএম