উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানিদাতাদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। একইসঙ্গে তাদের আইনের আওতায় আনার দাবিও জানানো হয়েছে। 

মঙ্গলবার (৮ নভেম্বর) পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রদায়িক উসকানিদাতাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের এ দাবি বাস্তবায়নে সরকারকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় সারা দেশে এর বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়বে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারে, প্রশাসনে ও রাজনৈতিক দলে অবস্থানরত সাম্প্রদায়িক শক্তিগুলো আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

এমএইচএন/এনএফ