লন্ডন ফ্লাইট আপাতত চালু থাকছে
বক্তব্য রাখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী
করোনাভাইরাস সংক্রমণের কারণে বিশ্বের বিভিন্ন দেশ লন্ডন ফ্লাইট স্থগিত রেখেছে। তবে বাংলাদেশে আপাতত লন্ডনের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বুধবার (২৩ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত অভ্যন্তরীণ লাউঞ্জ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, আমরা সার্বিক বিষয় মনিটরিং করছি। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে লন্ডন থেকে যারা আসছেন তাদের আলাদাভাবে স্ক্রিনিং করা হচ্ছে। এছাড়াও সবাইকে কোভিড-১৯ সার্টিফিকেট দেখিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আপাতত লন্ডন ফ্লাইট চালু থাকছে। আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সার্বক্ষণিক বিষয়টি মনিটরিংয়ে রাখছে।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, ইউরোপের করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তাদের কারণে আমাদের দেশে কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি হোক এমন আমরা হতে দেব না। যুক্তরাজ্যের ফ্লাইটের ব্যাপারে আমরা বিশেষ ব্যবস্থা নিচ্ছি। বিমান মন্ত্রণালয় ছাড়াও আমাদের অন্যান্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবিষয়ে পর্যবেক্ষণ করছে। এসব ফ্লাইটের বিষয়ে যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিমানবন্দর দিয়ে ইতালী প্রবাসীরা বাংলাদেশে প্রবেশ করেছিল, তাদের মাধ্যমেই বাংলাদেশে করোনা এসেছে। লন্ডন ফ্লাইট চালু রাখলে এই ঝুঁকি থেকে যায় কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, এবছরের জানুয়ারি থেকে বিশ্বের অনেক দেশে লকডাউন ছিল। আমাদেরও বিভিন্ন কার্যক্রম বন্ধ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গার্মেন্টসগুলো খুলে দেন, বিভিন্ন দিক থেকে এটাকে চরম ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপ আমাদের ৪০ লাখ গার্মেন্টকর্মীকে বাঁচিয়ে রেখেছে। আপনারা নিশ্চিন্তে থাকুন আমরা সার্বিক বিষয়গুলো পর্যবেক্ষণ করছি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, আমরা বাংলাদেশে লন্ডন ফ্লাইটের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। এরইমধ্যে আমরা কিছু ব্যবস্থাও নিয়েছি। যারা লন্ডন বা যুক্তরাজ্য থেকে আসবেন, সবাইকে আলাদাভাবে স্ক্রিনিং করা হচ্ছে। বিশেষ সতর্কতার সঙ্গে তাদের দেখা হচ্ছে। কোনো যাত্রীকে দেখে বা স্ক্রিনিংয়ে অসুস্থ মনে হলে তাকে বাংলাদেশে আবারো কোভিড-১৯ টেস্ট করানো হচ্ছে। এছাড়াও যারা লন্ডন থেকে অন্যান্য দেশ হয়ে বাংলাদেশে আসবেন, এমন যাত্রীদের তালিকা আমরা এয়ারলাইন্সের কাছে চেয়েছি। আমরা আগে থেকেই তাদের বিষয়ে প্রস্তুত থাকবো।
সম্প্রতি মহামারির মধ্যেই করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ‘রূপ’ এর প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতসহ প্রায় ২০টি দেশ। ফ্লাইট বাতিল করা দেশের মধ্যে রয়েছে কানাডা, চিলি, কলম্বিয়া, ইরান, সৌদি আরব।এছাড়া ইউরোপীয় দেশগুলোর মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, বেলজিয়াম, আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, ফ্রান্স, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ এবং লাতভিয়া।
এছাড়া একই কারণে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে সৌদি আরব ও ওমান।
এআর/জেডএস