রাজধানীর খিলগাঁওয়ের বালু নদী থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (১৮ নভেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

ডেমরা বাজাখালি নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আমরা গতকাল রাতে খিলগাঁও বালু নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করি। শনিবার ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠাই।

তিনি আরও বলেন, নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই যুবককে আগে হত্যা করে দড়ি দিয়ে বেঁধে বস্তায় পাথর ঢুকিয়ে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমরা পিবিআই ও সিআইডির মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করেছি। কিন্তু তার শরীর পচে গেছে তাই আঙ্গুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি।

এসএএ/এসকেডি