ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে টিকেট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা জানান, বুধবার (২৩ নভেম্বর) রাতে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আশপাশ এলাকায় কতিপয় লোক টিকেট কাউন্টার ছাড়া অবৈধভাবে ট্রেনের টিকেট নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে কালোবাজারির মাধ্যমে বিক্রয় করতেছে।

ওই সংবাদের ভিত্তিতে দলটি অভিযান পরিচালনা করে টিকেট কালোবাজারি চক্রের সদস্য মো. ইলিয়াস (৫৯) ও নিজাম উদ্দিন (৩৫) নামে দুজনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে দুটি টিকেট, ১টি মোবাইল, ১টি সিম এবং নগদ ১০ হাজার ৯০০ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/এমএ