চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

আটকরা হলেন আনোয়ারা উপজেলার দোভাষীবাজার এলাকার মৃত কবির আহমেদের ছেলে মো. ইলিয়াস (৪৫), একই এলাকার জানে আলমের ছেলে ইমরান হোসেন রাসেল (২৪), কর্ণফুলী উপজেলার ফাজিলখারহাট এলাকার বাসিন্দা মীর মাহমুদুল হকের ছেলে মীর এরফানুল হক মারুফ (২৩) ও ফটিকছড়ি উপজেলার বুথপুরা বাজার এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে গিয়াস উদ্দিন (২৮)। এদের মধ্য গিয়াস উদ্দিন অটোরিকশাটির চালক ছিলেন।

র‍্যাব জানায়, বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি গ্রুপ বাঁশখালী থেকে চট্টগ্রাম নগরে আসছে এমন সংবাদ পেয়ে অভিযানে নামে র‍্যাবের একটি টিম। বাকলিয়া থানার শাহ আমানত এলাকায় বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি অটোরিকশার যাত্রী ইলিয়াসের কাঁধে থাকা একটি ব্যাগ থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইলিয়াস জানায়, অটোরিকশাচালক গিয়াসসহ ৪ জনে মিলে মাদকগুলো তারা চট্টগ্রাম শহরে আনছিল। 

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ৪ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এমএ