শবে-মেরাজ উপলক্ষে সাধারণ ছুটি এবং রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। মঙ্গলবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, যারা ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন চায় তারা ইসলাম, মুসলমান ও দেশবান্ধব নয়। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রেক্ষাপট ছিল নাস্তিক ব্লগারদের মুক্তমনা, বিজ্ঞানমনস্ক লেখক নামে ইসলামবিদ্বেষী লেখা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী লেখা বন্ধ করা। ইসলামবিদ্বেষী ও ইসলামের ওপর মিথ্যাচারকারীদের নাস্তিকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। কিন্তু এখন ডিজিটাল নিরাপত্তা আইন তুলে দেওয়া হলে নাস্তিক ব্লগাররা মাথাচাড়া দিয়ে উঠবে। যা এদেশের ৯৮ ভাগ ধর্মপ্রাণ মুসলমান মেনে নেবে না। এদের অশুভ অপতৎপরতা রোধে ডিজিটাল নিরাপত্তা আইন অক্ষুণ্ন রাখতে হবে ও ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনতে হবে। তাই আমরা এ আইনটি সরকারকে অক্ষুণ্ন রাখার দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান রাষ্ট্র। তাই শবে-মেরাজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সরকারের উচিৎ এ দিবসটিকে গুরুত্ব দিয়ে যথাযথ মর্যাদায় পালন করা। এজন্য আমরা সরকারের কাছে শবে-মেরাজের দিন সাধারণ ছুটি ঘোষণার দাবি জানাচ্ছি। অন্যদিকে দীর্ঘ এক বছর বন্ধ রেখে পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বুধবার পর্যন্ত অনলাইনে করা আমাদের এ জরিপে দেখা গেছে, দেশের ৮৭ ভাগ মানুষ চায় না রমজান মাসে ক্লাস চলুক। তাই, রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার জন্যও সরকারের কাছে দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ।

এমএইচএন/এসএম