অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি, চার প্রতিষ্ঠানকে জরিমানা
অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি, মজুদ এবং বিক্রির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানাধীন বাউলা ও বটতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৯ ডিসেম্বর) অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানের মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, ঢাকার বেশ কিছু ফ্যাক্টরি ওজনে কম দেয়াসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ও জুস তৈরি করত। এসব প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনতে র্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে। জনস্বাস্থ্য রক্ষা এবং সবার জন্য সু-স্বাস্থ্য নিশ্চিত করতে র্যাব নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আসছে।
বিজ্ঞাপন
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত র্যাব-১ এর একটি দল খিলক্ষেতে অভিযান পরিচালনা করে। বিএসটিআইয়ের সহযোগিতায় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন পণ্য তৈরী করার অপরাধে মা বেকারির অ্যান্ড কনফেকশনারির শরিফুল ইসলামকে (৩৫) ৮০ হাজার টাকা, টাঙ্গাইল সুইটসের শ্রী নিখিল সরকারকে (৫৫) এক লাখ টাকা, সোহাগ বেকারি অ্যান্ড কনফেকশনারির কুতুব উদ্দিনকে (৩২) ২০ হাজার এবং সুফিয়ান বেকারি অ্যান্ড কনফেকশনারির নান্নু মিয়াকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেইউ/কেএ