ইউএসটিসির অবৈধ অংশ গুঁড়িয়ে দিচ্ছে সিডিএ
খাল উদ্ধারে ইউএসটিসির অবৈধ অংশ গুঁড়িয়ে দিচ্ছে সিডিএ
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় গয়নার ছড়া খাল দখল করে গড়ে তোলা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ১৮ তলা ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় এ ভবনটির অবৈধ অংশ ভাঙা হচ্ছে।
বুধবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে বহুতল ওই ভবনটির ভাঙার কাজ শুরু হয়। সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আজকের অভিযান বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। আগামীকাল সকাল থেকে আবার অভিযান শুরু হবে। পুরো ভবনটির অবৈধ অংশ অপসারণ করতে প্রায় ১ মাস সময় লাগবে বলেও তিনি জানান।
প্রকল্প পরিচালক বলেন, গয়নার ছড়া খালের প্রায় সাড়ে ৩ হাজার স্কয়ার ফুট জায়গা দখল করে ভবনটি নির্মাণ করা হয়েছে। খাল দখল করে অবৈধভাবে নির্মাণ করা অংশটুকু সরিয়ে ফেলতে ২০১৯ সালের অক্টোবরে ইউএসটিসিকে ৯০ দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই বর্ষার আগেই আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে এখন পর্যন্ত চট্টগ্রামের খাল-নালা দখল করে গড়ে উঠা প্রায় তিন হাজার দুইশ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সিডিএ’র বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম। সিডিএ সূত্র জানায়, ১৩ হাজার বর্গফুট আয়তনের ভবনটির অবৈধ সাড়ে ৩ হাজার বর্গফুট জায়গাসহ অবৈধ দুটি তলাও ভেঙে ফেলা হবে।
সরেজমিনে দেখা যায়, চারটি বুলডোজার দিয়ে ভবনটির অবৈধ অংশ ভাঙা হচ্ছে। এ কাজে প্রায় ৭০ জন শ্রমিক নিয়োগ রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ১৯৯৯ সালে ভবনটি করা হয়। সিডিএ থেকে সব ধরনের কাগজপত্র নিয়েই ভবনটি করা হয়েছ। তিনি দাবি করেন, আমরা সময় চেয়েছি, কিন্তু পায়নি।
জানা গেছে, নিজেদের জায়গায় ওই ভবন নির্মাণে সিডিএ’র কাছ থেকে ১৬ তলা ভবনের নকশার অনুমোদন নিলেও ইউএসটিসি কর্তৃপক্ষ ১৮ তলা ভবন নির্মাণ করে। ১৮ তলা ভবনটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ের মেগা প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। নগরের জলাবদ্ধতা নিরসনে ২০১৮ সাল থেকে প্রকল্পটি শুরু করে সিডিএ। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ নামের এ প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
কেএম/এমএইচএস