শনিবার নির্বাচন কমিশনে বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ
ডেসকোর বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রোড টান্সপোর্ট অথরিটি-বিআরটিএ।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জাতীয় পরিচয়পত্র যাচাইয়ে কাজ বন্ধ থাকবে। ফলে সেসময়ে বিআরটিএর জাতীয় পরিচয় পত্রের যাচাইয়ের ওপর নির্ভরশীল সেবা যেমন-অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন, মোটরযান রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সের ফি জমা, মোটরসাইকেলে ফি জমা, ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক গ্রহণ ইত্যাদি কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
ওএফএ/এফকে
বিজ্ঞাপন