ভাষানটেকে দুর্বৃত্তের গুলিতে বৃদ্ধ আহত, ঢামেকে চিকিৎসাধীন
রাজধানীর ভাষানটেক থানার হোসেন আলী মোড় এলাকায় দুর্বৃত্তের গুলিতে হোসেন আলী (৬০) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন।
রোববার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রাত ৯টা ৫০মিনিটে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
বিজ্ঞাপন
গুলিবিদ্ধ হোসেন আলীর ভাই জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই উত্তর ভাষানটেক ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি। আমার ভাইয়ের নামেই হোসেন আলীর মোড়ের নাম। সন্ধ্যার সময় ভাই অফিসে বসে ছিলেন। পরে রাত ৮টার দিকে ১৫ থেকে ২০ জন মুখোশধারী আমার ভাইয়ের অফিসের সামনে এসে ভাইকে ডাক দেয়। আমার ভাই তাদের অপেক্ষা করতে বলেন। এর মধ্যে তার অফিসে ঢুকে আমার ভাইয়ের দুই পায়ে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। তারা মুখোশ পরার কারণে ভাই কাউকে চিনতে পারেননি।
এ বিষয়ে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। একটি টিম ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে গুলি করে আহত করেছে এখন পর্যন্ত সে বিষয়ে কিছু জানতে পারেনি। তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি