চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করে ১৯৪ দশমিক ১৮ একর জমি উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) উপজেলার ফৌজদারহাট এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে এ অভিযান চলে বেলা ৩টা পর্যন্ত।

জেলা প্রশাসন জানায়, সীতাকুণ্ডের উত্তর সলিমপুর মৌজার এক নম্বর খাস খতিয়ানের ১ নম্বর দাগের বিশাল জমি দখল করে রেখেছিল একটি চক্র। বুধবার সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। এ সময় শুকতারা রেস্টুরেন্ট, ভাই ভাই রেস্টুরেন্ট এবং বিভিন্ন দোকান-প্রতিষ্ঠান মিলে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই অভিযানে দৃষ্টিনন্দন দুটি পুকুর উদ্ধার করা হয়। পরে সেখানে লাল পতাকা ও সাইনবোর্ড সাঁটানো হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান বলেন, আমরা সরকারি সম্পত্তি রক্ষায় বদ্ধপরিকর। যেখানেই অবৈধ দখলদার পাওয়া যাবে সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ নগর থেকে অদূরে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় বিশাল সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে এখানে জনস্বার্থে উন্নয়নমূলক কার্যক্রম করা হবে।

এসকেডি