ঢাকার জেলার আশুলিয়া থেকে ২৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। গ্রেপ্তাররা হলেন— মো. রিংকু ইসলাম (২৫) ও মো. নাজমুল প্রামানিক (২২)।

শুক্রবার (৬ জানুয়ারি) সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ভোরে র‍্যাব-৪ এর একটি দল আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা র‌্যাবকে জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সাভার, ধামরাই, আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও জানান এএসপি মাজহারুল ইসলাম।

এমএসি/এসএসএইচ/