রাজধানীর রমনা থানার সেগুনবাগিচা এলাকা থেকে কামরুন নাহার (৪৪) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসা থেকে রমনা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামরুন নাহারের স্বামী আবুল কালাম আজাদ ঢাকা কর অঞ্চল-৩ এর কর্মকর্তা।

তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি খবর পেয়ে বাসায় গিয়ে কামরুন নাহারকে ঝুলন্ত অবস্থায় দেখি। এরপর পুলিশকে খবর দিই। পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

কী কারণে কামরুন নাহার গলায় ফাঁস দিয়েছেন- এমন প্রশ্নের কোনো উত্তর দেননি স্বামী আবুল কালাম আজাদ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত আছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়টি এখনো জানা যায়নি।

এসএএ/এসকেডি