এম এ হাসেম/ফাইল ছবি

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ হাসেম আর নেই। করোনায় আক্রান্ত হয়ে বুধবার দিবাগত রাত (২৪ ডিসেম্বর) ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান।

এম এ হাসেমের পুত্র শওকত আজিজ রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেন। 

তার পিতার বিদেহী আত্মার জন্য দোয়া চেয়ে তিনি লিখেন, আমার পিতা এম এ হাশেম (৭৮) আজ রাত ২৪ ডিসেম্বর ১টা ২০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এম এ হাশেম।

তাকে হাসপাতালে ভর্তির সময় তার ছেলে আজিজ আল কায়সার গণমাধ্যমকে জানিয়েছিলেন, করোনা পজিটিভ হওয়ার পর তার বাবাকে গত ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ওএফ