রাজধানীর দারুস সালাম থানা এলাকায় সাত বছরের শিশুকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সানাউল্লাহকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, ২০১৯ সালের ৩১ মার্চ রাজধানীর দারুস সালাম থানা এলাকায় সাত বছরের এক শিশুকে নিজ বাসায় ডেকে ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটি বাসায় ফিরে তার বাবা-মাকে বিষয়টি জানায়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিকটিমের মা সানাউল্লাহকে আসামি করে রাজধানীর দারুস সালাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর আসামিকে দারুস সালাম থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠান। দুই বছর কারাগারে আটক থাকার পর ২০২১ সালের মার্চ মাসে আসামি জামিনে বের হয়। 

মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালের ১১ নভেম্বর আদালত ওই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রায় ঘোষণার পর আসামি সানাউল্লাহ আত্মগোপনে চলে যায়। র‌্যাব-২ আসামি গ্রেপ্তারের উদ্দেশে গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর দল গাজীপুর এলাকা থেকে সানাউল্লাহকে গ্রেপ্তার করে।

সানাউল্লাহ নেত্রকোনার আটপাড়ার মৃত আব্দুল ওহাবের ছেলে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।

জেইউ/জেডএস