গ্রেফতার মো. ইসমাঈল ও মো. সাইদুল ইসলাম/ ছবি- ঢাকা পোস্ট

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার টেরিয়াল এলাকায় বিদেশি রিভলবার এবং ৪০ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার হয়েছেন। ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

শুক্রবার (১২ মার্চ) চট্টগ্রামের র‍্যাব-৭ অভিযান চালিয়ে সীতাকুণ্ডের বারইয়াঢালা থেকে সন্ত্রাসীদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- সীতাকুণ্ডের টেরিয়াল এলাকার মো. শাহ আলমের ছেলে মো. ইসমাঈল (৩৩) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. সাইদুল ইসলাম (২৪)।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, র‍্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সীতাকুণ্ড থানার টেরিয়াল বারইয়াঢালা হাক্কানী রিফুয়েলিং স্টেশনের (ইউনিট-৩) দক্ষিণ পাশে আরিফ স্টোরের পেছনে কয়েকজন ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছেন। এ সংবাদের ভিত্তিতে আজ (শুক্রবার) দুপুরে অভিযান পরিচালনা করে র‍্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুই জনকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। পরে আসামিদের দেহ তল্লাশি করে কোমরে গোজা  বিদেশি রিভলবার ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

উদ্ধার করা অস্ত্র ও গুলি/ ছবি- ঢাকা পোস্ট

তিনি বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে। এছাড়াও অস্ত্র নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করছে। গ্রেফতার দুই আসামি এবং উদ্ধার করা আলামত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

কেএম/এইচকে