করোনায় ঝরলো আরও ৩১ প্রাণ, শনাক্ত ১৬৬৬
করোনাভাইরাস/প্রতীকী ছবি
শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গেই সারাদেশে বাড়ছে মহামারি করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮৩৮ জনে। এ সময় আরও এক হাজার ৬৬৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
রোববার (০৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১০টি র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাগারসহ মোট ১৩৭টি করোনা পরীক্ষাগারে ১৩ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৩ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৬৩ হাজার ১৬৯টি। পরীক্ষায় আরও এক হাজার ৬৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৭৭ হাজার ৫৪৫ জনে।
এতে আরও বলা হয়েছে, একদিনে মৃত ৩১ জনের মধ্যে পুরুষ ২৪ ও নারী ৭ জন। এ পর্যন্ত মোট মৃতের মধ্যে পুরুষ ৫ হাজার ২৩১ জন (৭৬ দশমিক ৫০ শতাংশ) ও নারী এক হাজার ৬০৭ জন (২৩ দশমিক শূন্য ৫০ শতাংশ)।
বিজ্ঞাপন
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৫৫২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৫ হাজার ৯৬০ জনে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয়। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি ৯৫ লাখ। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ ৩৬ হাজার। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
টিআই/এসএম