ফের শুরু হচ্ছে শৈত্যপ্রবাহ/ফাইল ছবি

ফের শুরু হতে যাচ্ছে শৈত্যপ্রবাহ। থাকবে প্রায় সপ্তাহব্যাপী। চলতি মাসের ২৬-২৭ তারিখ থেকে শৈত্যপ্রবাহটি শুরুর পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ ঢাকা পোস্টকে জানান, মৌসুমের দ্বিতীয় শৈত্যপ্রবাহ চলতি মাসের শেষের দিকে শুরু হবে। ২৬ অথবা ২৭ তারিখে শুরু হওয়ার পূর্বাভাস বেশি। উত্তর থেকে শুরু হয়ে দক্ষিণে এসে শেষ হবে এ শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এ সময় শীত ও কুয়াশার পরিমাণও বাড়তে পারে। তবে বিশেষ করে নদী সংলগ্ন ও দেশের উত্তরাঞ্চলীয় এলাকায় এর প্রভাব বেশি থাকবে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশের তাপমাত্রা শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে বুধবার (২৩ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এছাড়া শ্রীমঙ্গল, রাজারহাট ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস  রেকর্ড করা হয়েছে টেকনাফ ও সিলেটে।

এর আগে, বছরের প্রথম শৈত্যপ্রবাহ ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে পাঁচ দিন অবস্থান করে। এসময় কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। 

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশে ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে অতি শৈত্যপ্রবাহ বয়ে যায়। ৪ ডিগ্রি থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়। ৬ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায় এবং ৮ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

একে/ওএফ