নারায়ণগঞ্জে হকার্স ইউনিয়ন নেতা আসাদসহ গ্রেফতার তিনজনকে মুক্তির দাবি জানিয়েছেন রাজধানীর হকার নেতারা। শনিবার (১৩ মার্চ) রাজধানীর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বাংলাদেশ হকার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা হকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদসহ গ্রেফতার হওয়া নেতাদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাশিম কবীর।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদের প্রতিবাদে হকাররা সভা-সমাবেশ করলে নির্বিচারে লাঠিপেটা করে পুলিশ। ক্ষোভে, দুঃখে, অভিমানে হকাররা রাস্তায় নিজেদের দোকানের পণ্য পুড়িয়ে দেয়। এ সময় পুলিশ প্রশাসন হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি আসাদুল আসাদসহ তিনজন হকার নেতাকে আটক করে। তাদের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায়। পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা জানাই। গ্রেফতার করা হকার নেতাদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

তারা বলেন, আমরা নিজেরাই কর্মসংস্থান তৈরি করে কোনো মতে সংসার চালিয়ে যাচ্ছি। আমাদের মাধ্যমে দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বেড়ে উঠছে। আমরা দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছি। কিন্তু আমাদের উপরেই নির্যাতন করছে প্রশাসন। প্রশাসন যদি এমন আচরণ করে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সবসময় হকাররা প্রশাসনের নির্যাতন ও গ্রেফতারের শিকার হচ্ছেন। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার সামান্য সহযোগিতাও করতে চায় না। গ্রেফতার করা হকার নেতাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে হরতাল ও অবরোধের মত কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, গার্মেন্ট টিইউসির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জলি তালুকদার, সংগঠনের সহ-সভাপতি মঞ্জুর মঈন, যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, কেন্দ্রীয় নেতা আফসার আলী, মো. মোস্তফা প্রমুখ।

একে/এসকেডি