প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন। একইসঙ্গে উদ্বোধন করা হয় জ্ঞানের আলো ভ্রাম্যমাণ লাইব্রেরির।

লাইব্রেরিটি জ্ঞানের আলো পাঠাগারের পরিচালনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার স্কুল-কলেজগুলোতে চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপির সভাপতিত্বে অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ড. হারুন রশিদ, অতিরিক্ত সচিব কাজী আশরাফ, যুগ্ম সচিব মো. শওকত আলী, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক খালেক বিন জয়েন উদ্দীন, কথাসাহিত্যিক অরুন কুমার বিশ্বাস এবং সিআইপি যশোদা জীবন দেবনাথ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, কোটালীপাড়ায় সত্যিকারের জ্ঞানের আলো ছড়িয়েছে জ্ঞানের আলো পাঠাগার। করোনার ভয়াবহ সময় যখন বাবা ছেলের লাশ ছুঁয়ে দেখে না, ছেলে বাবার মৃত্যুর খবর পেয়েও দাফনে অংশ নেয় না সেই সময় জ্ঞানের আলো পাঠাগার মানুষের পাশে এসে যেভাবে দাঁড়িয়েছিল, সত্যিই অসাধারণ দায়িত্ব পালন করে সংগঠনটির সদস্যরা।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, জাতির পিতার জীবন ও কর্মের বহুমত্রিকতা এবং মহান আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে জ্ঞানের আলো পাঠাগার ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক এই বিশেষ স্মরণিকাটি প্রকাশ করে। কোটালীপাড়া উপজেলার শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে মুজিববর্ষে ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিচালনার উদ্যোগ নেয় জ্ঞানের আলো পাঠাগার। ভ্রাম্যমাণ এই লাইব্রেরিটি কোটালীপাড়ার সব স্কুল-কলেজসহ আবাসিক এলাকাসমূহে নিয়মিত চলাচল করবে। উপজেলার যেকোনো ব্যক্তি ফেরত দেওয়ার শর্তে এখান থেকে বিনামূল্যে বই নিয়ে যেতে পারবে পড়ার জন্য।

এফআর