বৈরী আবহাওয়ার কারণে ঢাকা আকাশে আধাঘণ্টা ঘোরাঘুরির পর চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করল বিমানের ফ্লাইটটি/ ফাইল ছবি

রাজধানী ঢাকায় হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির কারণে আকাশে ঘুরতে থাকা তিনটি ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিকেলের পর থেকে ঢাকায় বৃষ্টির কারণে এমিরেটসের দুবাই থেকে আসা ইকে-৫৮৬, কক্সবাজার থেকে আসা নভোএয়ারের ভিকিউ-৯৩০ এবং বিমানের বিজি-৪৩৪ ফ্লাইটগুলো ঢাকায় অবতরণে জটিলতার সৃষ্টি হয়

বিমানের ফ্লাইটটি প্রায় আধঘণ্টা ঢাকার আকাশে ঘোরাঘুরির পর চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। নভোএয়ারের ফ্লাইটটি ঢাকার আকাশে এক ঘণ্টা চক্কর দিয়ে ৫টা ২৫ মিনিটে নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আকাশে প্রায় এক ঘণ্টা ঘুরপাক খেয়ে এমিরেটসের ফ্লাইটটি ৫টা ৩৯ মিনিটে ঢাকায় অবতরণ করে।

এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৈয়দপুর ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকা ছাড়তে পারেনি।

ঢাকা পোস্ট-কে এসব তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল-হাসান। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে বাতাসের গতি ছিল ৩০ কেটিএস। কিছুক্ষণ পর এই গতি কমতে থাকলে ৫টা ২৫ মিনিটে ফ্লাইট চলাচল শুরু হয়।

এআর/এফআর