রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৪ কেজি গাঁজা ও এক হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

আটকরা হলেন— মানিক আলী (৩৩), সজীব মিয়া (২২), হান্নান (২৫), সুজন (২৪) ও জাহিদুল ইসলাম (৪১)।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) যাত্রাবাড়ীর রায়েরবাগ, সায়েদাবাদ ও ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের আটক করা হয়।

র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, রায়েরবাগ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৪ কেজি গাঁজাসহ চার জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

সায়েদাবাদ এলাকায় অপর একটি অভিযানে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের এক হাজার পিস ইয়াবাসহ জাহিদুল ইসলামকে আটক করা হয়।

আটকরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসি/এসএসএইচ/