শেষ হলো জেলা প্রশাসক সম্মেলন

শেষ হলো এ বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। আজ (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সমাপনী অধিবেশনের মাধ্যমে এ সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। 

এ অধিবেশনে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এরপর নৈশভোজে অংশ নেন তারা।

গত মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে এই সম্মেলনের উদ্বোধন করেন। এরপর দুপুর ১২টা ১ মিনিট থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন ডিসিরা। এদিন সন্ধ্যায় বিআইসিসিতে প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত কার্য-অধিবেশনগুলো অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে মোট ২৬টি অধিবেশন হয়। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কার্য অধিবেশন ছিল ২০টি। 

এসএইচআর/এনএফ