রাজধানী কামরাঙ্গীরচর থানার সিলেটি বাজার এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- লামিয়া (২) ও আব্দুর রহিম (৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। 

তিনি ঢাকা পোস্টকে বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবহিত করেছি।

নিহত লামিয়ার ভাই রাসেল জানান, রহিম ও লামিয়া সম্পর্ক মামাতো ফুফাতো ভাই বোন। আমরা কামরাঙ্গীরচরের সিলেটি বাজার আহসানবাগ বোরহান উদ্দিনের বাসায় ভাড়া থাকি। আজ সন্ধ্যা ৬টার দিকে ওরা দুই ভাই বোন ছাদে খেলতে যায়। ছাদের রেলিং না থাকায় অসাবধানতাবশত দুজনই নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কাশিপুর গ্রামে। নিহতদের বাবা পেশায় দিনমজুর।

এসএএ/এসকেডি