রাজধানীর কেরানীগঞ্জের আম-বাগিচা এলাকায় নিজের শরীরে আগুন দেওয়া ফাহমিদা আক্তার (১৬) মারা গেছেন।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার সময় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, গতকাল কেরানীগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ওই গৃহবধূ আমাদের এখানে এসেছিলেন। তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। পরে তাকে আইসিইউতে পাঠানো হয়। আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, স্বামীর সঙ্গে ঝগড়া করে কেরোসিন ঢেলে নিজের শরীরে আগুন লাগিয়ে দেন ফাহমিদা আক্তার। পরে আগুন নেভাতে গিয়ে তার স্বামীও দগ্ধ হন। এক বছর আগে তাদের বিয়ে হয়।

এসএএ/জেডএস