রাজধানীর পল্টনে ভিক্টর ক্লাসিক বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. রেজাউল করিম (৩৫) নামে এক প্রকৌশলী। এ সময় তার সঙ্গে থাকা মালামাল কেনার এক লাখ টাকা নিয়ে যায় প্রতারক চক্রটি।

বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পাকস্থলী ওয়াস দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।

তার সহকর্মী মো. নুরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করি। তিনি আমাদের প্রতিষ্ঠানে সার্ভিস প্রকৌশলী হিসেবে কর্মরত। আজ সকালে উত্তরা থেকে মালামাল কেনার জন্য ভিক্টর ক্লাসিক পরিবহনে সদরঘাট যাওয়ার জন্য বাসে ওঠেন। পরে বাসেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। এ সময় তার কাছে থাকা এক লাখ টাকা নিয়ে যায় প্রতারক চক্রটি। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও জানান, রেজাউলের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকায়। তিনি উত্তরা এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। 

এসএএ/এসকেডি