রাজধানীর কেরানীগঞ্জের আম-বাগিচা এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ফাহমিদা নামে এক গৃহবধূ। এ ঘটনায় তার স্বামী পারভেজও দগ্ধ হয়েছেন।

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে আনা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। 

তিনি ঢাকা পোস্টকে বলেন, কেরানীগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রী আমাদের এখানে এসেছেন। এদের মধ্যে ফাহমিদা আক্তারের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তার স্বামীর হাত, গলা ছাড়াও শরীরে বিভিন্ন অংশ পুড়ে গেছে। ফাহমিদাকে আইসিইউতে পাঠানো হয়েছে।

দগ্ধ পারভেজ ঢাকা পোস্টকে বলেন, এক বছর আগে আমরা প্রেম করে বিয়ে করেছি। আমি লঞ্চে চাকরি করি।আজ সন্ধ্যায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে সে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে আমি শরীরের আগুন নেভাতে গিয়ে নিজেও দগ্ধ হই।  

এসএএ/এসকেডি