রাজধানীর মিরপুর এলাকা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া উপ-পরিচালক সেজে প্রতারণার দায়ে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় রোববার (১৪ মার্চ) সকালে তাকে আটক করা হয়। 

মিরপুর-১ নম্বরের আহম্মেদ নগরের জোনাকি রোডে অভিযান চালিয়ে নাজমুল হাসান ওরফে আমিনুল ইসলামকে (৩৯) আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী। 

তিনি বলেন, আটক নাজমুল প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক ও এনএসআইয়ের উপ-পরিচালক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করত। এছাড়াও জালিয়াতির মাধ্যমে অসংখ্য লোকের কাছ থেকে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের পর এনএসআই ও র‍্যাব তাকে আটক করে।

তিনি আরও বলেন, আটকের সময় তার থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নথিপত্র পাওয়া যায়। ব্যাংকের মাধ্যমে ভুক্তভোগীর দেওয়া এক লাখ টাকার স্লিপ, ১৯টি উপ-পরিচালক এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর ভিজিটিং কার্ড ও একটি উপ-পরিচালক প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়।

জিয়াউর রহমান চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদের পর সাইফুল জানান যে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর উপ-পরিচালক, কখনও এনএসআইয়ের উপ-পরিচালক পরিচয় দিতেন। এই পরিচয়ে সাধারণ শিক্ষার্থী, বেকার যুবকদের বড় অঙ্কের টাকার বিনিময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে চাকরির আশ্বাস দিতেন।

এমএসি/ওএফ