ভূমিকম্পের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ‌্যমকর্মী‌দের ভিসা প্রক্রিয়া সহজ ক‌রে‌ছে তুরস্ক।

বুধবার (৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক পো‌স্টে এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন বাংলা‌দে‌শে নিযুক্ত তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

রাষ্ট্রদূত তুরান বলেন, কেউ (সাংবা‌দিক) যদি সংবাদ সংগ্রহের জন্য তুরস্কে যেতে চান, তবে নিজ নিজ অফিসের সম্মতিপত্র, ছবি এবং পাসপোর্টসহ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। ওই ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে আরেও অনেকগুলো আফটার শক হয়।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তুরস্কে ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত  প্রায় ৭ হাজার ১০০ জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন কর্মীরা। 

মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দেশের সাড়ে ৮ কোটি মানুষের মধ্যে ১ কোটি ৩০ লাখ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয় মোকাবিলায় তিনি দেশটির ১০ জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এনআই/এমজে