করোনাকালীন সময়ে বন্ধ হওয়ার দীর্ঘ এক বছর পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-বরিশাল রুটের নিয়মিত ফ্লাইট চলাচল। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন এই ফ্লাইট চলাচল শুরু হবে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬ মার্চ থেকে আবারও ঢাকা-বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। সপ্তাহের ৭ দিন এই রুটে ফ্লাইট পরিচালিত হবে।

তাহেরা খন্দকার জানান, ২০২০ সালের মার্চে এই রুটে সর্বশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য আমাদের ছোট এয়ারক্রাফটের সংকট ছিল। তবে নতুন করে দুটি এয়ারক্রাফট যুক্ত হওয়ায় এবং যাত্রীদের চাহিদা বিবেচনায় আমরা ফ্লাইটটি চালুর সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি ফ্লাইট স্বাস্থ্য অধিদফতর ও সিভিল এভিয়েশনের গাইডলাইন ও স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে।

যাত্রীরা বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, কল সেন্টার এবং সেলস্ কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন বলে জানান তিনি।

এদিকে আরেক বার্তায় বিমান জানায়, আগামী ১৭ মার্চ থেকে দেশের এভিয়েশন ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে তারা। 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। ১ জুন থেকে স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন বিধিনিষেধ বেঁধে দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তখন থেকেই বরিশালের ফ্লাইট চালু করতে পারেনি বিমান।

এআর/জেডএস