চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- মো. কাশেম (১৭), নুর হোসাইন (২০) ও মুবিনুল হক (২২)। তারা সবাই ওই রেস্টুরেন্টের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে থানার হলি ক্রিসেন্টের পাশের গলি ফিউশন ক্যাফেতে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, খুলশী থানা এলাকা থেকে দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এমআর/জেডএস