একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ঢাকা কলেজের শ্রদ্ধার্ঘ্য
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে ঢাকা কলেজ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কলেজের শহীদ মিনারে ফুলেল এ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আজিজুল ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ও সহযোগী অধ্যাপকরা।
বিজ্ঞাপন
কলেজ প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের পর পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন- ঢাকা কলেজ শিক্ষক পরিষদ, ঢাকা কলেজ ছাত্রলীগ, উত্তর ছাত্রাবাস, দক্ষিণ ছাত্রাবাস, পশ্চিম ছাত্রাবাস, আন্তর্জাতিক ছাত্রাবাস, আক্তারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাস, শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাস, দক্ষিণায়ন ছাত্রাবাস, শহীদ শেখ কামাল ছাত্রাবাস, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ঢাকা কলেজ প্লাটুন, যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিট, ঢাকা কলেজ রাইটার্স ফোরাম, ঢাকা কলেজ ডিবেডিং সোসাইটি, ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব, ঢাকা কলেজ নাট্যমঞ্চ, ঢাকা কলেজ সোশ্যাল সাইন্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে ঢাকা কলেজে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সেসব কর্মসূচির ধারাবাহিকতায় একুশের প্রথম প্রহরে ঢাকা কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আমরা এখানে এসেছি প্রাণের তাগিদ ইতিহাসের সাক্ষী হতে। আশা করি এসব আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্মার্থ উপলব্ধি করবেন।
ঢাকা কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সৈয়দ মো. আজিজুল ইসলাম বলেন, কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে। সে উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। এর আগে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ভাষা শহীদদের স্মরণে পরিবেশন করা হয়েছে বিভিন্ন দেশাত্মবোধক গান ও কবিতা।
তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ আ. ন. ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে বুধবার ২২ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা। সভায় ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। এছাড়াও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে বলেও জানান তিনি।
আরএইচটি/এফকে