রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ক্যাপ্রিটেক গার্মেন্টসে সকালে এসে শ্রমিকরা তালা দেখতে পান। কোনো নোটিশ ও কারণ ছাড়াই গার্মেন্টস বন্ধ রাখায় নাবিস্কো এলাকায় অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের কারণে তেজগাঁও থেকে মহাখালী সড়কের উভয়পাশে যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকে সড়ক অবরোধ করে তাদের এই বিক্ষোভ শুরু হয়।

আয়নাল হোসেন নামে এক শ্রমিক জানান, গতকালও আমরা কাজ করেছি। আজ সকালে এসে দেখি কারখানায় তালা। কারখানা বন্ধের নোটিশ। অথচ আমাদের আগে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, শ্রমিকদের কাউকেই ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হয়নি। আমরা আগেও বেশ কয়েকবার বেতনের জন্য মালিকপক্ষকে বলেছি। তারা দেবে দেবে বলে আশ্বস্ত করেছে। তবে আজ হঠাৎ টাকা না দিয়েই বন্ধ করে দিল।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার শীল ঢাকা পোস্টকে বলেন, আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলছি, তাদের সড়ক থেকে সরে আসার জন্য অনুরোধ করছি। এছাড়াও মালিকপক্ষের সঙ্গে আলোচনার জন্য তাদের বসিয়ে দেওয়ার চেষ্টা করছি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুণ অর রশীদ ঢাকা পোস্টকে বলেন, সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করে। এর ফলে ওই এলাকার সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে তাদের সড়ক থেকে সরে যেতে বলে। কিন্তু তারা পুলিশের অনুরোধ সত্ত্বেও সড়ক থেকে সরছিল না। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এআর/জেডএস