চলতি সপ্তাহে আরও বাড়বে তাপমাত্রা
চলতি সপ্তাহের শুরুতে ঝড়ের পর আবহাওয়া তুলনামূলক ঠান্ডা ছিল। গত দুদিন ধরে আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এরই মধ্যে গড় তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।
এদিকে চলতি সপ্তাহে আর বৃষ্টির সম্ভাবনাও নেই বরং ক্রমেই তাপমাত্রার বাড়ার আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবাহওয়াবিদ মো. বজলুর রশিদ ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, এ সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা উত্তপ্তই থাকবে। তবে সিলেট অঞ্চলের দিকে হালকা মেঘ দেখা যেতে পারে।
এ আবহাওয়াবিদ বলেন, সামনে চৈত্র মাস আসছে। সাধারণত এ সময় আবহাওয় একটু উত্তপ্ত থাকবে। আগামী সপ্তাহে দেশের দুয়েক জায়গায় তাপমাত্রা অনেক বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস থেকে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের তাপমাত্রা আরও বাড়বে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে ঢাকায় বাতাসের গতি ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার ছিল। বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৫ শতাংশ।
একে/এসকেডি