ঢাকা মহানগরে তৃতীয় পর্যায়ে আরও ১৩টি পরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু করতে যাচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

আমন্ত্রণপত্রে বলা হয়, ঢাকা মহানগরে ৩য় পর্বে ১৩টি পরিবহন কোম্পানিতে ই-টিকিটিং পদ্ধতি চালুর বিষয়ে ২৮ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ উপস্থিত থাকবেন।

এ প্রসঙ্গে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক নেতা ঢাকা পোস্টকে বলেন, রাজধানীর সায়েদাবাদ, ফুলবাড়িয়াসহ বেশ কয়েকটি এলাকার বাসে এটি চালু করা হবে। বিস্তারিত মঙ্গলবার জানানো হবে।

এমএইচএন/জেডএস