রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে তেলেগু সম্প্রদায়ের মানুষের জন্য দ্রুত পানি, বিদ্যুৎ, বসবাসের উপযোগী ঘর, পর্যাপ্ত টয়লেট, মাটি ভরাট করে রাস্তাঘাট নির্মাণে ব্যবস্থা গ্রহণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার কমিশন।

পুনর্বাসন না করে হুমকির মুখে উচ্ছেদের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করে এ দাবি জানিয়েছে মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল।

তেলেগু সম্প্রদায়ের নাগরিকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক ফারহানা সাঈদ বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল গত ১৪ ফেব্রুয়ারি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে তেলেগু সম্প্রদায়ের নাগরিকদের উচ্ছেদের আতঙ্ক থেকে অব্যাহতিসহ পরিকল্পিত উপায়ে আবাসনের ব্যবস্থা করে কমিশনকে অবহিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেয় কমিশন।

এদিকে গতকাল বুধবার (১ মার্চ) বিভিন্ন সংবাদমাধ্যমে তেলেগু সম্প্রদায়ের নাগরিকদের হুমকির মুখে উচ্ছেদের সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে মানবাধিকার কমিশনের পরিচালকের (অভিযোগ ও তদন্ত) নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার(২ মার্চ) পুনরায় ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে।

পরিদর্শনকালে কমিশন দেখতে পায়, নতুন যে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে সেখানে মাত্র কয়েকটি ঘর তোলা হয়েছে। কক্ষগুলো এতই ছোট যে, তা ২/৩ জন মানুষের পক্ষেও বসবাসের অনুপোযোগী। পূর্বের বসবাসের স্থান সোয়ারেজের পানিতে সয়লাব হয়ে যাওয়ার কারণে তা ইতোমধ্যে বসবাসের অনুপযুক্ত হয়ে গিয়েছে। অসহায় মানুষদের সোয়ারেজের পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। মশার উপদ্রব বেড়ে গেছে। মানুষজনকে অনেক দূরে গিয়ে ব্যবহারের পানি আনতে হচ্ছে। এছাড়া বরাদ্দকৃত স্থানে বিদ্যুৎ বা পানির কোনো ব্যবস্থা দেখা যায়নি।

তেলেগু সম্প্রদায়ের ভুক্তভোগীরা জানান, মোট ১২৭ টি পরিবারের তালিকা তৈরি করা হয়েছে, যার মধ্যে ৭টি পরিবার আদৌ বসবাসের জায়গা পাবে কিনা তার কোন নিশ্চয়তা দেয়া হয়নি। নতুন জায়গায় আবাসস্থল গড়ে তোলার মতো তাদের হাতে পর্যাপ্ত অর্থও নেই। যার ফলে তারা বর্তমানে আশ্রয়, বিদ্যুৎ ও পানিহীন অবস্থায় খোলা আকাশের নিচে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।

সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে কমিশন বলছে, যাত্রাবাড়ীর ধলপুরে তেলেগু সম্প্রদায়ের মানুষ বর্তমানে আশ্রয়, বিদ্যুৎ ও পানিহীন অবস্থায় খোলা আকাশের নিচে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। এদেশের নাগরিক হওয়া সত্ত্বেও বেঁচে থাকার ন্যূনতম সুবিধা তারা ভোগ করতে পারছেন না। একজন মানুষও গৃহহীন থাকবে না-প্রধানমন্ত্রীর এমন সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও ধারণের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই অসহায়, নিপীড়িত, সমাজ বিচ্ছিন্ন মানুষদের যথাযথ পুনর্বাসন না করে উচ্ছেদ করা সংবিধানের মূলনীতির পরিপন্থি ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও সরেজমিন পরিদর্শনে তা পরিলক্ষিত হয়নি। এ অবস্থায়, ধলপুরে বসবাসরত তেলেগু সম্প্রদায়ের মানুষের জন্য দ্রুত পানি, বিদ্যুৎ, বসবাসের উপযোগী ঘর, পর্যাপ্ত টয়লেট, মাটি ভরাট করে রাস্তাঘাট নির্মাণে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আহ্বান জানায় কমিশন।

জেইউ/এমজে