র‍্যাবের হাতে গ্রেফতাররা

ঢাকার সাভারে চাঞ্চল্যকর রোহান হত্যা মামলা ও পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ আভিযানিক দল সোমবার (১৫ মার্চ) থেকে মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ৯টা পর্যন্ত পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- মো. রাকিব হোসেন, রুবেল আহমেদ (২৯) ও আমিরুল ইসলাম ওরফে আমির (৩০)।

শুক্রবার দুপুরে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আলোচিত সাভারের ব্যাংক কলোনি এলাকায় রোহানুল ইসলাম ওরফে রোহান (১৮) হত্যা মামলার ঘটনা প্রচার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনার প্রেক্ষিতে সাভার মডেল থানায় নিয়মিত মামলা দায়ের হলে স্থানীয় থানা পুলিশের পাশাপাশি র‌্যাব-৪ এর একটি বিশেষ গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে।

গত ১৩ মার্চ মামলার তদন্তকারী অফিসার সঙ্গীয় ফোর্সসহ পলাতক আসামিকে গ্রেফতারের উদ্দেশে অভিযানকালে তার গ্রুপের লোকজন পুলিশের সরকারী কাজে বাধা দেওয়াসহ হামলা করে। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে ১৪ মার্চ সংযুক্তি হিসেবে দুজনকে আসামি করা হয়।

ওই মামলার এজাহার নামীয় ও সন্দেহভাজন আসামি ঢাকা জেলার সাভার থানাধীন মজিদপুর এবং মানিকগঞ্জ সদর থানাধীন এলাকায় অবস্থান করছেন। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ আভিযানিক দল তাদের গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে স্বীকারোক্তি দেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, মো. রুবেল আহমেদ এবং আমিরুল ইসলাম পুলিশের সরকারি কাজে বাধা দিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত ছিল। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জেইউ/এফআর